Saturday, March 19, 2016

যে কারণে আজ ভারত হারবে

টি২০ বিশ্বকাপে পাকিস্তান-ভারত ম্যাচের জন্য কোলকাতা ইডেন গার্ডেন্স তৈরি। এখন শুধু অপেক্ষা। আইসিসি টি২০ বিশ্বকাপে ভারত-পাকিস্তানের হাই ভোল্টেজ ম্যাচ নিয়ে উন্মাদনা চরমে। প্রথম ম্যাচেই নিউজিল্যান্ডের কাছে হেরে বেশ খানিকা চাপ নিয়েই খেলতে নামবে ধোনির মেন ইন ব্লু। অন্যদিকে বাংলাদেশকে ৫৫ রানের বড় ব্যবধানে হারিয়ে খানিকটা স্বস্তি নিয়েই ভারতের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করবে পাকিস্তান। শনিবারের ভারত-পাকিস্তান ম্যাচ নিয়ে কিছু গুরুত্বপূর্ণ তথ্য এখানে দেয়া হলো।
এই প্রথমবার কলকাতার ইডেন গার্ডেন্সে টি২০ ফরম্যাটে মুখোমুখি হচ্ছে ভারত-পাকিস্তান।
একদিনের আন্তর্জাতিক ম্যাচে ইডেন গার্ডেন্সে পাকিস্তান কখনো হারেনি। ১৯৮৭, ১৯৮৯, ২০০৪ ও ২০১৩ সালে এই চারবার জিতেছে পাকিস্তান।
কলকাতায় ম্যাচে পাকিস্তানের জয়ের হার ১০০ শতাংশ। গত ১৬ মার্চ কলকাতায় টি২০ বিশ্বকাপ ২০১৬-র ম্যাচে বাংলাদেশকে ৫৫ রানে হারিয়েছে পাকিস্তান।
এই ম্যাচটি প্রথমে ধর্মশালায় খেলার কথা ছিল। কিন্তু নিরাপত্তার খাতিরে ম্যাচটিকে কলকাতার ইডেন গার্ডেন্সে সরিয়ে আনা হয়েছে।

No comments:

Post a Comment