Saturday, March 12, 2016

টি-২০ বিশ্বকাপ জিততে পারে যে দলগুলো : দ্রাবিড়ের বিশ্লেষণ

মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বাধীন ভারতীয় দলটি বর্তমানে যে ফর্মে রয়েছে তাতে তারা অন্তত চলমান টি-২০ বিশ্বকাপের সেমিফাইনাল খেলবে মনে করছেন টিম ইন্ডিয়ার সাবেক অধিনায়ক রাহুল দ্রাবিড়।
মুম্বাইতে ওয়ার্ল্ড স্পোর্টস একাডেমীতে একটি অনুষ্ঠানে বর্তমান ভারতীয় দলের অলরাউন্ড সক্ষমতায় উচ্ছসিত দ্রাবিড় বলেন, আগামী ১৫ মার্চ শুরু হতে যাওয়া মূল টুর্নামেন্টে ভারতীয় দলকে সবচেয়ে ‘শক্তিশালী’ মনে হচ্ছে।
দ্রাবিড় বলেন, ‘আমি মনে করছি ভারত শীর্ষ চার-এ পৌঁছবে। তবে সেমিফাইনাল এবং ফাইনালে কোন দলের দিনটি ভাল যাবে- এটাই একমাত্র প্রশ্ন.. অনেক ভালো খেলোয়াড় বেড়িয়ে আসছে। আমি মনে করছি গত দুই বছর যাবত ভারতীয় দল অসাধারণ খেলে আসছে। আমার মতে বর্তমান ভারতীয় দল এবং এই টি-২০ টর্নামেন্টের ভালো দিক হচ্ছে তাদের গভীরতা, এই মুহূর্তে তাদের রয়েছে অলরাউন্ড গভীরতা।’
‘হার্ডিক পান্ডে এবং পবন নেগির মতো খেলোয়াড়রা ৮.৯ নম্বরে ব্যাটিং করার সক্ষমতা প্রমাণ করেছে। ভারতীয় কন্ডিশনে ছয় অথবা সাত বোলার ব্যবহারের সক্ষমতা স্বাগতিক দলের রয়েছে।’
তিনি আরো বলেন, ‘এটা দলের ভাল অলরাউন্ড সক্ষমতার প্রমাণ এবং এরপর রয়েছে আশীষ নেহরা এবং বুমরাহ। যারা স্ট্রাইক ও ডেথ ওভারে ভালো করছে। এই টুর্নামেন্টে এটাই সবচেয়ে শক্তিশালী দল এবং বর্তমান দলটির এই অলরাউন্ড সক্ষমতাই আমাকে বেশি এক্সাইটেড করে তুলেছে।’

তিনি বলেন, ‘আমি মনে করছি এই মুহূর্তে এটাই সেরা ভারতীয় দল। গত দুই বছর যাবত ওয়ানডে এবং টি-২০ ফর্মেটে খুবই ভালো ফল করেছে এবং র‌্যাংকিংয়েও যার প্রতিফলন ঘটেছে।’
‘এমনকি টেস্ট ক্রিকেটেও ভারতীয় দল ভালো করছে এবং র‌্যাংকিংয়ে উন্নতি ঘটেছে। এটা সম্ভব হয়েছে হোম কন্ডিশনে তারা ভাল ফল করেছে। সত্যিকারভাবে দলটির জন্য পরবর্তী চ্যালেঞ্জ হচ্ছে দেশের বাইরে ভালো খেলা শুরু করা ও ফল পাওয়া।’
এসময় অন্যান্য দল নিয়েও কথা বলেন দ্রাবিড়। ভালো লাইন আপ এবং প্রমাণিত ম্যাচ উইনার থাকায় অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা টুর্নামেন্টের শিরোপা অন্যতম দাবিদার বলে উল্লেখ করেন তিনি।
দ্রাবিড় বলেন, ‘অস্ট্রেলিয়া দলের গভীরতাও অনেক বেশি। আইপিএলের কারণে তাদের অনেক খেলোয়াড়ই এই উপমহাদেশে খেলছে। সুতরাং ভারতে খেলার অভিজ্ঞতা তাদের রয়েছে। আমি মনে করছি ভারতে টি-২০ খেলার অভিজ্ঞতা অনেক দলেরই রয়েছে। তা এখানকার সব মাঠেই খেলেছেন এবং এখানকার কন্ডিশন খুব ভাল জানেন তারা।
‘এবি ডিভিলিয়ার্স, কুইন্টন ডি কক এবং হাশিম আমলার মতো খেলোয়াড় থাকায় দক্ষিণ আফ্রিকা সব সময়ই খুব শক্তিশালী দল। একই ভাবে ওয়েস্ট ইন্ডিজ দলেও রয়েছে অনেক ম্যাচ উইনার ও পাওয়ার হিটার। এরপর উপমহাদেশের পাকিস্তান ও শ্রীলংকা দলে অনেক ভালো মানের স্পিনার আছে এবং কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে পারলে তারাও ভালো করতে পারে।

No comments:

Post a Comment