Saturday, March 12, 2016

বাংলাদেশ নারী ক্রিকেটারদের দুর্দান্ত জয়

বৃষ্টির তাণ্ডবে ধর্মশালায় আয়ারল্যান্ডকে হারাতে পারেনি বাংলাদেশ। মাশরাফি-সাকিবদের সেই যন্ত্রণা কিছুটা হলেও ভুলিয়ে দিয়েছেন জাহানারা-সালমারা। টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে সেই আইরিশদের সহজেই আট উইকেটে হারিয়ে দিয়েছে বাংলাদেশের নারী ক্রিকেট দল।
বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নামা আয়ারল্যান্ডকে শুরু থেকেই চেপে ধরেছে বাংলাদেশের মেয়েরা। বাংলাদেশের বোলারদের নিখুঁত লাইন-লেংথের বোলিংয়ের সামনে রীতিমতো অসহায় হয়ে পড়েছে আয়ারল্যান্ড।
পুরো ২০ ওভার খেললেও ৯ উইকেট হারিয়ে ৭৪ রানের বেশি করতে পারেনি আইরিশরা। অধিনায়ক ইসোবেল জয়েস (১৬), কিম গার্থ (১১) ও লরা ডেলানি (১৭) ছাড়া আর কেউ দুই অঙ্কের ঘরে রান করতে পারেননি। ১২ রানে চার উইকেট নিয়ে লেগস্পিনার রুমানা আহমেদ বাংলাদেশের সেরা বোলার।
জবাবে ৪৫ বল হাতে রেখে লক্ষ্যে পৌঁছে গেছে বাংলাদেশ। ওপেনার শারমিন আখতার ৩৬ ও জাহানারা আলম ১৬ রানে অপরাজিত ছিলেন। ছক্কা মেরে দলকে জয়ের বন্দরে নিয়ে গেছেন অধিনায়ক জাহানারা।
বিশ্বকাপের ‘বি’ গ্রুপে নারী ক্রিকেটারদের প্রতিপক্ষ স্বাগতিক ভারত, পাকিস্তান, ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজ। ১৫ মার্চ বেঙ্গালুরুতে ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে জাহানারাদের বিশ্বকাপ অভিযান। বাংলাদেশ নারী ক্রিকেট দল কে অভিনন্দন।

No comments:

Post a Comment