Sunday, March 13, 2016

পাকিস্তানের ঘাম ঝরানো প্রস্ততি

টুয়েন্টি টুয়েন্টি ক্রিকেট বিশ্বকাপকে সামনে রেখে গতকাল ভারতে পৌঁছেছে পাকিস্তান ক্রিকেট দল। আর রোববার কোলকাতার ইডেন গার্ডেনে অনুশীলন করল তারা। ১৬ মার্চ ও ১৯ মার্চ চিরপ্রতিন্দ্বন্দ্বী ভারতের বিপক্ষে ম্যাচকে সামনে রেখেই অনুশীলনে নেমে পড়ল আফ্রিদির দল। দু’টি ম্যাচই অনুষ্ঠিত হবে কোলকাতায়। ১৬ মার্চ পাকিস্তানের প্রতিপক্ষকে হবে তা এখনো ঠিক হয়নি। প্রথম রাউন্ডে ‘এ’ গ্রুপের চ্যাম্পিয়নের বিপক্ষে খেলবে পাকিস্তান। প্রতিপক্ষ হতে পারে বাংলাদেশ বা ওমান।
ভারত-পাকিস্তান ম্যাচের ভেন্যু ছিল ধর্মশালার হিমাচল প্রদেশ ক্রিকেট এসোসিয়েশন স্টেডিয়ামে। কিন্তু নিরাপত্তার কারণে সেখান থেকে ম্যাচটি সরিয়ে নেয়া হয়েছে। ফলে আগামী ১৯ মার্চ কোলকাতায় খেলবে দু’দল। ভারতের বিপক্ষে ম্যাচের আগে কোলাতায় ১৬ মার্চ সুপার টেনে নিজেদের প্রথম ম্যাচ খেলবে পাকিস্তান।
তাই কোলকাতার দু’টি ম্যাচকে সামনে রেখে বেশ জোড়েসোড়েই অনুশীলন শুরু করেছে পাকিস্তান। অনুশীলনের প্রথম দিনে নেটে অনেক বেশি সময় কাটিয়েছে দলের ব্যাটসম্যানরা। কারণ সম্প্রতি সময়ে ব্যাটসম্যানরাই বাজে ফর্ম প্রদর্শন করছেন। তাতে ম্যাচ হারের স্বাদটা পেতে হচ্ছে পাকিস্তানকে। তার প্রমান সদ্য শেষ হওয়া টি-২০ এশিয়া কাপ। লীগ পর্ব থেকেই বিদায় নেয় তারা।
চলমান টি-২০ বিশ্বকাপে ভালো পারফরমেন্স করাই এখন পাকিস্তানের লক্ষ্য। তবে ভারতের বিপক্ষে ম্যাচের দিকে বড় বড় চোখ করে তাকিয়ে আছে তারা। কারণ বিশ্বকাপেই ভারতের বিপক্ষে কখনো জিততে পারেনি পাকিস্তান। অবশ্য এবারের খেলাটি কোলকাতায়। আর এখানেই ভারতের বিপক্ষে সবগুলো ম্যাচ জিতেছে পাকিস্তান। কিন্ত এবারো কি তারা সফল হবে?

No comments:

Post a Comment