Saturday, March 19, 2016

Live Cricket Pak VS India

 Pakistan vs India

Enjoy Live match Pak Vs Indi

যে কারণে আজ ভারত হারবে

টি২০ বিশ্বকাপে পাকিস্তান-ভারত ম্যাচের জন্য কোলকাতা ইডেন গার্ডেন্স তৈরি। এখন শুধু অপেক্ষা। আইসিসি টি২০ বিশ্বকাপে ভারত-পাকিস্তানের হাই ভোল্টেজ ম্যাচ নিয়ে উন্মাদনা চরমে। প্রথম ম্যাচেই নিউজিল্যান্ডের কাছে হেরে বেশ খানিকা চাপ নিয়েই খেলতে নামবে ধোনির মেন ইন ব্লু। অন্যদিকে বাংলাদেশকে ৫৫ রানের বড় ব্যবধানে হারিয়ে খানিকটা স্বস্তি নিয়েই ভারতের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করবে পাকিস্তান। শনিবারের ভারত-পাকিস্তান ম্যাচ নিয়ে কিছু গুরুত্বপূর্ণ তথ্য এখানে দেয়া হলো।
এই প্রথমবার কলকাতার ইডেন গার্ডেন্সে টি২০ ফরম্যাটে মুখোমুখি হচ্ছে ভারত-পাকিস্তান।
একদিনের আন্তর্জাতিক ম্যাচে ইডেন গার্ডেন্সে পাকিস্তান কখনো হারেনি। ১৯৮৭, ১৯৮৯, ২০০৪ ও ২০১৩ সালে এই চারবার জিতেছে পাকিস্তান।
কলকাতায় ম্যাচে পাকিস্তানের জয়ের হার ১০০ শতাংশ। গত ১৬ মার্চ কলকাতায় টি২০ বিশ্বকাপ ২০১৬-র ম্যাচে বাংলাদেশকে ৫৫ রানে হারিয়েছে পাকিস্তান।
এই ম্যাচটি প্রথমে ধর্মশালায় খেলার কথা ছিল। কিন্তু নিরাপত্তার খাতিরে ম্যাচটিকে কলকাতার ইডেন গার্ডেন্সে সরিয়ে আনা হয়েছে।

Friday, March 18, 2016

পাকিস্তানের যে দুই অস্ত্র আজ ভারত তে ছারখার করবে


 ভারত-পাকিস্তান ম্যাচ মানেই অন্যরকম এক উত্তেজনা। তবে এ উত্তেজনা দুই দেশের মাঝেই শুধু সীমাবদ্ধ থাকে না, এর রোমাঞ্চ ছড়িয়ে পড়ে সারা বিশ্বেই। এবারও তার ব্যতিক্রম ঘটছে না। ফেসবুকসহ সব সামাজিক যোগাযোগের মাধ্যমেই ইতিমধ্যেই শুরু হয়ে গেছে দুই দলের সমর্থকদের পাল্টাপাল্টি বক্তব্য।
যদিও টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে পাকিস্তান আদৌ ভারতে যাবে কি না, শুরুতে তা নিয়ে সংশয় দেখা দিয়েছিল। আর তাতেই পাক-ভারত মহারণ দেখার আশা ফিকে হয়ে যায় ক্রিকেটপ্রেমীদের। তবে সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অনেক আগেই কলকাতায় পৌঁছে আফ্রিদিরা এবং বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচও তারা খেলে ফেলেছে বাংলাদেশের বিপক্ষে। এবার মহারণে মাঠে নামার পালা। কলকাতার ইডেনেই আজ শনিবার ভারতের মুখোমুখি হতে যাচ্ছে পাকিস্তান।
কোনো ফরম্যাটের বিশ্বকাপের কোন ম্যাচেই এখনো পর্যন্ত ভারতকে হারাতে পারেনি পাকিস্তান।
তবে কী এবার ইতিহাসটা বদলাতে যাচ্ছে?
আত্মবিশ্বাসী পাকিস্তানের কোচ ওয়াকার ইউনুস। তার মতে, ‘এই ম্যাচে ভারতই পিছিয়ে থাকবে। কারণ তারা প্রথম ম্যাচে নিউজিল্যান্ডের কাছে হেরেছে। বিশ্বকাপ থেকেই ছিটকে পড়ার শঙ্কা দেখা দিয়েছে তাদের সামনে। এটা বাড়তি একটা চাপ তৈরি করেছে তাদের ওপর। অন্যদিকে গত ম্যাচটা জিতেছি আমরা। ব্যাটসম্যানরাও রান পেয়েছে। তাই আমাদের দলের খেলোয়াড়রা বেশ আত্মবিশ্বাসী।’
ওয়াকার তার বোলারদের নিয়ে আরো বেশি আত্মবিশ্বাসী। তার দুই অস্ত্র মোহাম্মদ আমির এবং ওয়াহাব রিয়াজ ম্যাচ উইনার।
তিনি বলেন, ‘পাকিস্তানের বোলাররাই হচ্ছে এই টুর্নামেন্টে রিয়াল গেম চেঞ্জার। যদিও বুমরাহ এবং নেহরা খুবই প্রতিভাবান বোলার। তবে আমরাই এ ক্ষেত্রে এগিয়ে থাকবো। কারণ আমাদের পেসাররা ১৪৫-১৫০ কিলোমিটার গতিতে বল করতে পারে। মোহাম্মদ আমির এবং ওয়াহাব রিয়াজরা কিন্তু আমাদের সত্যিকারের ম্যাচ উইনার।’
তবে ইতিহাস বলছে ভিন্ন কথা। এখন পর্যন্ত কোন বিশ্বকাপে ভারতের বিপক্ষে জয়ের স্বাদ পায়নি পাকিস্তান। কিন্তু এমন পরিসংখ্যানকে শুধুই ইতিহাস মনে করেন পাক কোচ। তিনি বলেছেন, 'ইতিহাস বদলাতেই পারে। এবারই তার সেরা সময়। আশা করি এই সুযোগ আমরা কাজে লাগাতে পারব।'

ভারত পাকিস্তান মহা রণ আজ

ভালোবাসার দাম এভাবে চুকাবেন শহীদ আফ্রিদি! কদিন আগেই বলেছেন ভারতের মানুষই তাঁকে বেশি ভালোবাসে। বাংলাদেশ ম্যাচে ইডেনের দর্শকও সেই প্রমাণ দিয়েছে। সেই ইডেনেই আজ ভারতের বিপক্ষে মাঠে নামবেন আফ্রিদিরা। এ ম্যাচ সামনে রেখে অবশ্য দর্শকদের ভালোবাসার কথা ভুলেই যাচ্ছেন পাকিস্তান অধিনায়ক। ভারতকে ভারতের মাঠেই হারানোর আশা তাঁর।
ভারত-পাকিস্তান মানেই তো ইতিহাস নিয়ে নাড়াচাড়া। কিন্তু এ ম্যাচ ঘিরে সেদিকে কোনো ভ্রুক্ষেপ নেই আফ্রিদির। অতীত নিয়ে পড়ে না থেকে বরং সামনে থেকেই নেতৃত্ব দিতে চান। ব্যাট-বলে ভালো করে দলকে জিতিয়ে ইতিহাস পাল্টাতে ব্যাকুল পাকিস্তান অধিনায়ক, ‘আমার পারফরম্যান্স সব সময় গুরুত্বপূর্ণ এবং আমি সব সময়ই ভালো করতে চাই। গত কিছুদিন ভালো খেলেনি। কিন্তু আমি জানি দলের জন্য আমার ভালো খেলা কতটা গুরুত্বপূর্ণ।’
তবে ইতিহাস পুরোপুরি না এড়িয়ে হার থেকেই প্রেরণা নিতে চান। আফ্রিদির আশা, ‘অতীত নিয়ে কথা বলতে চাই না, আমি অতীত নিয়ে বসেও থাকি না। তবে আমাদের অতীত থেকে শিক্ষা নিতে হবে। সর্বশেষ ম্যাচে আমরা হেরেছি, তারপরও আমি আত্মবিশ্বাসী কারণ অতীতে ভারতের বিপক্ষে আমরা ভালো করেছি।’
আফ্রিদির এভাবে অতীতকে উড়িয়ে দিতে চাওয়ার পেছনে অবশ্য যুক্তি আছে। লজ্জার ইতিহাস আর কে-ই বা মনে রাখতে চান! ক্রিকেটে ভারত-পাকিস্তান দ্বৈরথ অনেক পুরোনো গল্প। যার শুরু থেকে এগিয়ে ছিল পাকিস্তান। ওয়ানডে ও টি-টোয়েন্টির পরিসংখ্যান জানাচ্ছে, সব মিলিয়ে ১৩৪ ম্যাচে ৭৩-৫৬ ব্যবধানে এগিয়ে পাকিস্তানই। দলের অবস্থা যাই হোক না কেন, ভারতকে পেলেই জ্বলে উঠত পাকিস্তান। অহমবোধে জেগে ওঠা পাকিস্তান নাস্তানাবুদ করত প্রতিবেশীদের।
এরপরই নাটক জমিয়ে দিতে শুরু করল বিশ্বকাপ। প্রথম চারটি বিশ্বকাপে একবারও দেখা যায়নি ভারত-পাকিস্তান ম্যাচ। ১৯৯২ বিশ্বকাপে সিডনিতে প্রথম বিশ্বমঞ্চে দুই দলের লড়াই থেকেই শুরু ভারতের আধিপত্য। বিশ্বমঞ্চে (ওয়ানডে ও টি-টোয়েন্টি) সব মিলিয়ে ১০ বার মুখোমুখি হয়ে শুধু একটি বাদে প্রতি ম্যাচেই জয়ী দলের নাম ভারত। অন্য ম্যাচেও পাকিস্তান জিততে পারেনি। ২০০৭ বিশ্বকাপের ওই ম্যাচ টাই হওয়ার পর ‘বোওল আউট’— এ হেরেছিল পাকিস্তান।
বিশ্বকাপ মানেই পাকিস্তানের হারের গল্প। তাই ভারতের সঙ্গে আরেকটি বিশ্বকাপ লড়াইয়ের আগে ইতিহাস পাল্টানোর কথা বলতেই হবে আফ্রিদিকে। সূত্র: এএফপি

Wednesday, March 16, 2016

এবারের বিশ্বকাপে সেরা ক্যাচের দাবিদার বাংঙ্গালীর এই অসাধারন ক্যাচ টি

মুস্তাফিজ নেই


আন্তর্জাতিক ক্রিকেটে এই পাকিস্তানের বিপক্ষে অভিষেক হয়েছিল মুস্তাফিজুর রহমানের। নিজের অভিষেক ম্যাচেই দারুণ দৃষ্টি কেড়েছিলেন তিনি। ঘরের মাঠে পরবর্তী সময়ে ভারত ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে যা করেছিলেন, তা এখন ইতিহাসই বটে।
চোট কাটিয়ে উঠতে না পারায় সেই পাকিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়েই বিশ্বকাপ মিশন শুরু করা হলো না তাঁর! টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টেনের প্রথম ম্যাচে বাংলাদেশ একাদশ করতে হয়েছে মুস্তাফিজকে ছাড়াই।
পাকিস্তানের বিপক্ষে এই ম্যাচের একাদশে আর পরিবর্তন আনার সম্ভাবনা খুবই কম। অফস্পিনার আরাফত সানি সন্দেহজনক বোলিং অ্যাকশন পরীক্ষা দিয়েছেন। এখনো ফলাফল পাওয়া না গেলেও তাঁর খেলতে অসুবিধা নেই।
কলকাতায় পাকিস্তানের বিপক্ষে এই ম্যাচের আগে বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট অনেক হিসাব কষলেও শেষ পর্যন্ত দলে একটাই পরিবর্তন আসতে পারে। তারপরও ইডেন গার্ডেনসের উইকেটের চরিত্র বুঝেই একাদশ গঠন হবে। বিকেল সাড়ে ৩ টায় ম্যাচ শুরুর আগেই জানা যাবে মূলত কারা থাকছেন একাদশে।
পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের সম্ভাব্য একাদশ :  মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), তামিম ইকবাল, সাব্বির রহমান, সৌম্য সরকার, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ, মুশফিকুর রহিম, মোহাম্মদ মিথুন, আল আমিন হোসেন, তাসকিন আহমেদ ও আরাফাত সানি।